Skip to main content

Posts

Showing posts from January, 2021

Tomake Jotobari Lyrics (তোমাকে যতবারই) Madhurima | Rupankar

Tomake Jotobari Lyrics by Madhurima : Tomake Jotobari Song is Sung by Madhurima Bhattacharyya . Music Composed by And Tomake Jotobari Bolte Gechi Lyrics In Bengali Written by Rupankar Bagchi. Recording, Mixing and Mastering by Gautam Basu. Song : Tomake Jotobari Vocals : Madhurima Bhattacharyya Lyrics and Composition : Rupankar Bagchi Keyboard, programming & Music Arrangement : Partha Paul Script and Direction : Apeksha Lahiri DOP : Subhadeep Bag Edit : Hiranmay Biswas VFX & DI : Tamal Duary Tomake Jotobari Song Lyrics In Bengali : তোমাকে যতবারই বলতে গেছি  ততবার কান্না জমে চোখের কোণে, তোমারই গান গেয়ে যাই যতবারই  ততবার সুর ভুলেছি আনমনে।  > কেটে গেলো প্রহর তবু মুহূর্তরাই বাঁচে স্বপ্ন যেটা ছিল ভেঙ্গে যাচ্ছে টুকরো কাঁচে, আ আ .. কেটে গেলো প্রহর তবু মুহূর্তরাই বাঁচে স্বপ্ন যেটা ছিল ভেঙ্গে যাচ্ছে টুকরো কাঁচে, কথা আমি লিখতে পারি সুর নেই গানে।  তোমাকে যতবারই বলতে গেছি  ততবার কান্না জমে চোখের কোণে, তোমারই গান গেয়ে যাই যতবারই  ততবার সুর ভুলেছি আনমনে।  দি...

Kichhu Kotha Lyrics (কিছু কথা) Timir Biswas | Khonijo Prem

Kichhu Kotha Lyrics by Timir Biswas : Kichhu Kotha Song Is Sung by Timir Biswas from Khonijo Prem Bengali Album. Music Composed by Aniruddha Rick Dutta. Kichu Kotha Theke Geche Baki Lyrics In Bengali Written by Sumit Bandyopadhyay. Song : Kichu Kotha Album Name : Khonijo Prem Vocal : Timir Biswas Lyrics : Sumit Bandyopadhyay  Music : Aniruddha Rick Dutta Arrangement : Timir Biswas & Aniruddha Rick Dutta Mix & Master : Shamik Guha Roy Audio : Timir Biswas Production Cinematographer : Rudra Pratap Sen Associate Director : Sourav Roy Concept & Direction : Timir Biswas Kichhu Kotha Song Lyrics In Bengali : কিছু কথা থেকে গেছে বাকি  কিছু ছায়া রোদে রোদে পোড়া, কিছু কথা থেকে গেছে বাকি  কিছু ছায়া রোদে রোদে পোড়া, আমাদের..  আমাদের পথে জোনাকির আলো  জ্বলে কিছু আনকোরা।  আমাদের ভুলে যাওয়া গানে  উড়ে এসে বসে কোনো পাখি, ভুলে যাওয়া ইচ্ছেরা জানে  কিছু কথা রয়ে গেছে বাকি।  কথা বাঁচে কথার খেয়ালে  হাত ধরে ছেড়ে যায় বাঁকে, আনমনে আঙ্গুল ছোঁয়ালে সে যে...

Megh Lyrics (মেঘ) Rupak Tiary Bengali Song

Megh Lyrics by Rupak Tiary : Megh Song Is Sung by Rupak Tiary Bengali Song. Tobu Megh Vabe Roj Lyrics In Bengali Written by Aviman Paul. Music Composed by Rupak Tiary And Jakiruddin Khan. Song : Megh Vocals : Rupak Tiary Lyrics : Aviman Paul Music : Rupak Tiary & Jakiruddin Khan Guitars : Manab Roy Music Programming & Mix Master : Rupak Tiary Direction & Filmed By : Aditya Paul Megh Song Lyrics In Bengali : একা মেঘ হেঁটে যায়  পায়ে পায়ে কে যেন ডাকে, পড়ে থাকে পিছুটান  সুনসান পথের বাঁকে।  জানালার আড়ালে আজও সে দাঁড়ালে  স্বপ্ন আঁকা চোখে, সন্ধ্যের মলাটে ভেজা ভেজা মন তার  পথ চেয়ে থাকে।  যাও ফিরে মেঘ অন্য কোথাও  ইচ্ছে পাহাড়ে, যাও ফিরে মেঘ যাও উড়ে যাও  নিজের ঘরে।  তবু মেঘ ভাবে রোজ  একদিন মেঘ সরে যাবে, এভাবেই মেঘেদের দিন কাটে আঁধার নামে।  দূর দেশে কোনও শহরে  জেগে থাকে যেন কোন সে রূপকথা, হাতছানি দিয়ে ডাকে  গল্প শোনায় রোজ একমুঠো বেঁচে থাকার।  যাও ফিরে মেঘ অন্য কোথাও  ইচ্ছে পাহাড়ে, যাও ফিরে মেঘ যাও উড়ে যাও ...

Amar Klanto Bikel Lyrics (আমার এ ক্লান্ত বিকেল) Bodmaish Polapain Web Series

Amar Klanto Bikel Lyrics from Bodmaish Polapain : Amar Klanto Bikel Song Is Sung by Rayhan Islam Shuvro from Bodmaish Polapain Web Series  Song. Starring: Fazlur Rahman Babu, Marzuk Russell, Prottoy Heron, Tanzim Hasan Anik, Makhnun Sultana Mahima And Others. Music Composed by Salman Jaim. Song : Amar Klanto Bikel  Vocal, Tune & Lyrics : Rayhan Islam Shuvro Music : Salman Jaim  Direction & Concept : Mabrur Rashid Bannah  Story & Screenplay : Mosabber Hossain Muid Cinematographers : Tanvir Anzum, Ashik Aman Edit & Color : Shamim Rahman Production : Underground Creative Factory Label : The Ajaira LTD Amar Klanto Bikel Song Lyrics In Bengali : আমার এ ক্লান্ত বিকেল বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ, হেঁটেছি গন্তব্যহীন চেনা এ শহরের গলি।  তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন‌‌‌ আপন লাগে, তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো।  চির চেনা শহরের প্রতিটি দেওয়ালে বুক চাপা অভিমান, তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান।...

Bedonar Jhor Lyrics (বেদনার ঝড়) Samz Vai Song

Bedonar Jhor Lyrics by Samz Vai : Bedonar Jhor Song Is Sung by Samz Vai . Starring: Apurba And Sabila Nur. Music Composed by Rezwan Sheikh And Song Lyrics In Bengali Written by Faisal Rabbikin. Song : Bedonar Jhor Singer : Samz Vai Lyrics : Faisal Rabbikin Tune & Music : Rezwan Sheikh Label : Agniveena Bedonar Jhor Song Lyrics In Bengali : ও বলনা কেমন করে মনটা ভেঙ্গে চুরে করলি আমায় এতোটা পর, কতটা কষ্ট বুকে মরছি ধুকে ধুকে  পুড়ে ছাই হলো অন্তর।  ও হয়না ভালো থাকা  তোকে ছাড়া লাগে একা শুন্য বড়ো লাগে ঘর।  কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে থামেনা বেদনার এই ঝড়, কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে থামেনা বেদনার এই ঝড়।।  বুঝতি যদি তুই কতোটা ভালোবাসি কাঁদতি ঠিকই জানি তোর চোখ লুকিয়ে, বুঝতি যদি তুই কতোটা ভালোবাসি কাঁদতি ঠিকই জানি তোর চোখ লুকিয়ে, ও.. চলে কভু যাবি না, হাত ছেড়ে দিবি না  তোরই কথা ছিলো সব ছলনা।  কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে থামেনা বেদনার এই ঝড়, কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে থামেনা বেদনার এই ঝড়।।  কেমনে ভুলি তারে, মনেতে রাখি যারে ফিরে আসি বা...

Sab Range Tui Lyrics (সব রঙে তুই) Rupam Islam | Tumi Ashbe Bole

Sab Range Tui Lyrics by Rupam Islam : Sab Range Tui Song Is Sung by Rupam Islam from Tumi Ashbe Bole Bengali Movie. Featuring : Bonny Sengupta And Koushani Mukherjee. Music Composed by Jeet Gannguli And Sob Range Tui Lyrics In Bengali Written by Priyo Chattopadhyay. Song : Sab Range Tui Singer : Rupam Islam Music : Jeet Gannguli Lyrics : Priyo Chattopadhyay Mixing & Mastering : Rupjit Das Director : Sujit Mondal Story & Screenplay : Anshuman Pratyush & Prameet Cinematographer : Iswar Barik Presenter : Nispal Singh Produced By : Surinder Films Pvt. Ltd. Sab Range Tui Song Lyrics In Bengali : দেখেছি স্বপ্নে যে ছবিটা তার সব রঙে তুই জড়িয়ে ছিলি, ভেবেছি বলবো যে কথাটা না বলতেই দেখি বুঝে তুই নিলি।  তোকে দেখলে পরে সামনে দেখা দেয় যে অন্য সকাল, একা একাকী পথে কী করে চলেছি কাল, আজ বদলে গেছি আমি তোর চোখেও ওওও.. ঢেউ তুলে এই বুকের কিনারে এক নদী যেন মিললো সাগরে, ঢেউ তুলে এই বুকের কিনারে এক নদী যেন মিললো সাগরে।  তোর মনে, মন রেখে দুলতে ভালো লাগে, না বলা ইচ্ছেরা চোখে রাত জাগে।...

Mon Rage Anurage Lyrics (মন রাগে অনুরাগে) Shubhodrishti | Sonu Nigam | Shreya Ghoshal

Mon Rage Anurage Lyrics from Shubhodrishti : Mon Rage Anurage Song Is Sung by Sonu Nigam And Shreya Ghoshal from Shubhodrishti Bengali Movie. Starring: Jeet And Koel Mallick. Music Composed by Jeet Ganguly And Mon Rage Onurage Lyrics In Bengali Written by Priyo Chattopadhyay. Cover Version Song Is Sung by Abir Biswas, Souradipta Ghosh And Many Various Artists In Their Own Way. Song : Mon Rage Anurage Movie : Subhadristi (2005) Singers : Sonu Nigam And Shreya Ghoshal Music : Jeet Ganguly Lyrics : Priyo Chattopadhyay Director : Prabhat Roy Cinematography : Premendu Bikash Chaki Production : Shree Venkatesh Films Cover Credits : Cover by : Souradipta Ghosh Re-Arrangement : Arnab Chowdhury Mix & Mastered : Arghya Ghosh Cast : Pehu Sengupta , Souradipta Story & Concept  : Souradipta Ghosh Filmed by : Aditya Paul Mon Rage Anurage Song Lyrics In Bengali : মন রাগে অনুরাগে আজ আরও কাছে ডাকে, না যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে।  প্রেম যদি কাছে ডাকে মন দূরে কি গো থাকে, ভুল বুঝোন...

Ghum Ja Re Bibiya Lyrics (বিবিয়া) Shunno Band

Ghum Ja Re Bibiya Lyrics by Shunno Band : Ghum Ja Re Bibiya Song Is Sung by Imrul Karim Emil from Shunno Band . Bibiya Lyrics In Bengali Written by Brishty Dessa. Song : Bibiya  Band : Shunno  Vocal : Imrul Karim Emil Lyrics : Brishty Dessa Tune & Composition : Shunno Audio Production : Sajid Sarker Video Production : Mreethmandir Roy বিবিয়া মূলত বাবা ও তার কন্যা সন্তানকে নিয়ে নির্মিত একটি গান। যেখানে জেলে বাবা তার কন্যা সন্তানকে ঘুমপাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে জীবিকার খোঁজে সাগরে চলে যায়, ঘরে ফেরার অনিশ্চয়তা নিয়ে। Ghum Ja Re Bibiya Song Lyrics In Bengali : ঘুম যা রে বিবিয়া ঘুম যা রে বিবিয়া .. আঁধি রাতে চাঁদ তুই আজ ঘুম দে রে আঁকিয়া, ঘুম যা রে বিবিয়া ঘুম যা রে বিবিয়া।  দিব সাগর পাড়ি, তোর মুখখানি, বুকের পানে লইয়া, আবার ভোর হইলে, ফিরবো যদি থাকে জান জাগিয়া।  ঘুম যা রে বিবিয়া ঘুম যা রে বিবিয়া .. একূল ওকূল নাহি দেখি ঝড়ের লগে যুঝতেছি, মন আমার কেমন করে ফিরার লাগি তোর কাছে, সারা রাতের ঘুম আমার সারা দেহের যত গ্লানি, ভুলে যাই সব, যখনই  দেখি মুখ তোর একটু খানি। ...

Ghum Ja Re Bibiya Lyrics (বিবিয়া) Shunno Band

Ghum Ja Re Bibiya Lyrics by Shunno Band : Ghum Ja Re Bibiya Song Is Sung by Imrul Karim Emil from Shunno Band . Bibiya Lyrics In Bengali Written by Brishty Dessa. Song : Bibiya  Band : Shunno  Vocal : Imrul Karim Emil Lyrics : Brishty Dessa Tune & Composition : Shunno Audio Production : Sajid Sarker Video Production : Mreethmandir Roy বিবিয়া মূলত বাবা ও তার কন্যা সন্তানকে নিয়ে নির্মিত একটি গান। যেখানে জেলে বাবা তার কন্যা সন্তানকে ঘুমপাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে জীবিকার খোঁজে সাগরে চলে যায়, ঘরে ফেরার অনিশ্চয়তা নিয়ে। Ghum Ja Re Bibiya Song Lyrics In Bengali : ঘুম যা রে বিবিয়া ঘুম যা রে বিবিয়া .. আঁধি রাতে চাঁদ তুই আজ ঘুম দে রে আঁকিয়া, ঘুম যা রে বিবিয়া ঘুম যা রে বিবিয়া।  দিব সাগর পাড়ি, তোর মুখখানি, বুকের পানে লইয়া, আবার ভোর হইলে, ফিরবো যদি থাকে জান জাগিয়া।  ঘুম যা রে বিবিয়া ঘুম যা রে বিবিয়া .. একূল ওকূল নাহি দেখি ঝড়ের লগে যুঝতেছি, মন আমার কেমন করে ফিরার লাগি তোর কাছে, সারা রাতের ঘুম আমার সারা দেহের যত গ্লানি, ভুলে যাই সব, যখনই  দেখি মুখ তোর একটু খানি। ...

Ki Naamey Daaki Lyrics (কী নামে ডাকি) Cheeni | Subhamita Banerjee

Ki Naamey Daaki Lyrics by Subhamita Banerjee : Ki Naamey Daaki Song Is Sung by Subhamita Banerjee from Cheeni Bengali Movie Song. Starring: Aparajita Adhya, Madhumita Sarkar And Sourav Das. Music Composed by Amit Ishan And Ki Naame Daki Lyrics In Bengali Written by Ritam Sen. Song Mixing and Mastering by Amit Chatterjee. Song : Ki Naamey Daaki Movie : Cheeni Singer : Shubhamita Banerjee  Music and Design : Amit- Ishan Lyrics : Ritam Sen Writer & Director : Mainak Bhaumik​ Cinematography : Prosenjit Chowdhury  Edit :​ Sanglap Bhowmik Label : SVF Ki Naamey Daaki Song Lyrics In Bengali : তুমি থাকো আর কিছুক্ষন আজ ছুঁয়ে আমায়, চলে যেতে চাইলেই কি চলে যাওয়া যায়? সাদা কালোয় বয়স আঁকে স্মৃতির কারুকাজ, ভুলে যাওয়া গল্পগুলো আসছে ফিরে আজ।  কী নামে ডাকি? বলো কী করে থাকি? তোমাকে কিভাবে আমি আগলে রাখি? ছিল যত ইচ্ছে, ভাসান দিচ্ছে সুতো গুলো ছিঁড়ছে যে হাওয়ায় ও ও .. ভাসালো আজ মন, সময়ের ভাঙন গন্ধেরা কেমন রাত জাগায়।  এই পাশে থাকা, অজান্তে ডাকা নেই সে ভালো নেই, ভাবলেই।...

Diner Sheshe Lyrics (দিনের শেষে) BjoyRoth Band Song

Diner Sheshe Lyrics by BjoyRoth Band : Diner Sheshe Song Is Sung by Yamin Elan from BjoyRoth Bangla Band Song. Song Composed by Bjoyroth Band And Diner Seshe Shukno Phul Aaj Raate Lyrics In Bengali Written by Yamin Elan. Song : Diner Sheshe Band : BjoyRoth Vocal, Tune & Lyrics : Yamin Elan Composition : BjoyRoth Guitar : Yamin Elan Bass : Ashfakur Rahman Drums : Shaikat Paul Keyboard : Shuvro Video Director : Elan Edit & Color grade: Shuvro Record Label : Gaanchill Musi Diner Sheshe Song Lyrics In Bengali : সময়ের সাথে ফিরে আশা  বিষণ্ন কষ্টে নিবিড়, রহস্যময় তোমার হাসির আড়ালে  সুখের চাদর।  বিবর্ণ বিষাদ থেকে সন্ধ্যা নামে  তোমার ছোঁয়ায় আমার শরীর ঝরে পড়ে,  ভালোবাসা লাল গোলাপ  দিনের শেষে শুকনো ফুল আজ রাতে, দিনের শেষে শুকনো ফুল আজ রাতে।।  ব্যাথা রয়ে গেছে অশ্রু নিলে  হারিয়ে যাই ক্ষনে ক্ষনে  তারই ভিড়ে ..  ধীরে ধীরে নেমে এসো  স্বপ্নিল সেই পাহাড়ে, আমারও ঠিকানায় তুমি ..  বিবর্ণ বিষাদ থেকে সন্ধ্যা নামে  তোমার ছোঁয়ায় আমার শরীর...

Ontor Kande Lyrics (অন্তর কাঁদে) Samz Vai Song

Ontor Kande Lyrics by Samz Vai : Ontor Kande Song Is Sung by Samz Vai . Starring: Tanvir Paros, Sanj And Sheakh Arif. Music Composed by Rezwan Sheikh And Ontor Kade Tor Lagi Lyrics In Bengali Written by Faisal Rabbikin. Song : Ontor Kande Singer : Samz Vai Lyrics : Faisal Rabbikin Tune & Music : Rezwan Sheikh Story : Ashik Shuvo Direction: Masud Rana AD: Shahabuddin Shihab D.O.P : Nazmus Shakib Edit & Color : Tanvir Paros Post Production : NS Films Label : Soundtek Ontor Kande Song Lyrics In Bengali : যত্ন করে তোকে পুষে রেখেছি বুকে, তবুও তুই কাছে রইলি না।  জীবন আমার এখন যায় রে ধুঁকে ধুঁকে, ভালোবাসা তুই তো বুঝবি না।  স্মৃতি জমেছে কত না তোর মনে কি পড়ে না? হায় এ কেমন ছলনা।  অন্তর কাঁদে তোর লাগি তবু আমার হইলি না, অন্তর কাঁদে তোর লাগি তুই তো আমার হইলি না।  হৃদয় পুড়ে ছাই হয় তাতে তোর কিছু নয়, কী যে হয়রে যাতনা প্রাণে সহে না।  সময় সে তো চলে যায় লাগে বড় অসহায়, একটাই তো প্রার্থনা ফিরে তুই আয় না, তুই ছাড়া এ জীবনের মানে তো হয় না।  অন্তর কাঁদে তোর...

Keno Je Lyrics (কেন যে) Ator Mukherjee | Chirkut TV

Keno Je Lyrics by Ator Mukherjee : Keno Je Song Is Sung by Ator Mukherjee from Chirkut TV . Music Composed by Prameya And Debayan Banerjee. Keno Je Jhoro Hawa Moddhorate Boye Jay Lyrics In Bengali Written by Prameya. Song : Keno Je Singer : Ator Mukherjee Lyrics : Prameya Composition : Prameya & Debayan Banerjee Cinematography : Rahul Conceptualization : Kuntala Mixing and Mastering : Debayan Banerjee Edit : Prameya A Chirkut Production Keno Je Song Lyrics In Bengali : কেন যে ঝোড়ো হওয়া মধ্যরাতে বয়ে যায় কেন যে নোনাজলে শিলালিপি ক্ষয়ে যায়, কেন যে আগে হেঁটে ফিরে আসি তিন ফুট কেন যে বুকপকেটে আজও রাখি চিরকুট।  কেন যে ভাসতে গিয়ে বানভাসি সবই কেন যে ঘুরছি নিয়ে তোমারই ছবি, কেন যে ভেবে ভেবে ভুল জবাবই, ধ্যাত।  এখানে সময় ভুলে যায়  ভালবাসা ক্রমশ বিকেল দলছুট, এখানে সবাই হাসে গায়  হারিয়ে যায়, খুঁজে ফেরে অচেনা রুট।  থাক সে কটা দিন  জানি ফেরা কঠিন, কিছুটা ব্যথা ছুঁয়ে দিলে সারে,  কিছুটা ছুঁলে বেড়ে যায়।    কেন যে মেঘে মায়াজাল বোনা ছাড়ি না কে...

Bhulte Dilam Ami Lyrics (ভুলতে দিলাম আমি) Pritam | Bong Studio Originals

Bhulte Dilam Ami Lyrics by Pritam : Bhulte Dilam Ami Song Is Sung by Pritam Banerjee from The Bong Studio Originals Song. Music Composed by And Bhule Tumi Jete Pari Bhulte Dilam Ami Lyrics In Bengali Written by Dipesh Chakraborty. Song : Bhulte Dilam Ami Singer : Pritam Banerjee Music & Lyrics : Dipesh Chakraborty Mix & Master : Dipesh Chakraborty Director : Krish Bose D.O.P : Sayan Mukherjee & Krish Bose Edit & Color : Sanjoy Dasgupta Producer : The Bong Media Label : The Bong Studio Bhulte Dilam Ami Song Lyrics In Bengali : কোনো একলা তোর ঘর  নিঃস্তব্ধে হলো পর, তাই রাত্রি গুলো ঘিরে  এক মন খারাপের ঝড়।  কোনো না লেখা দোয়াতে  ঠোঁটের কবিতা ছোঁয়াতে, তবু সন্ধ্যে নামা শহরে  কারা ভেজে অজুহাতে।  সাদা কালো স্বপ্ন গুলো  রঙ হারানো কবি, খুঁজে ফিরি হাতড়ে মরি  রামধনুদের ছবি।  শেষ রাতের সুর বন্দী আজও  সময়ের অপেক্ষাতে, শব্দ গুলো ফুলদানিতে  যত্নে রাখা আছে।  ভুলে তুমি যেতেই পারো  ভুলতে দিলাম আমি, সত্যি করে বলছি ভালো  ...

Aha Ami Lyrics (আহা আমি) Jisan Khan Shuvo Song

Aha Ami Lyrics by Jisan Khan Shuvo : Aha Ami Song Is Sung by Jisan Khan Shuvo . Starring: Ariana Zaman And Ovi Pramanik. Music Composed by Amzad Hossain And Aha Ami Kemon Ami Lyrics In Bengali Written by Jisan Khan Shuvo. Song : Aha Ami Vocal, Tune & Lyrics : Jisan Khan Shuvo Music: Amzad Hossain  Video Director : Saiful Islam Roman   Label : Dhruba Music Station Aha Ami Song Lyrics In Bengali : একটা দুইটা তারা গুইনা  তারা গোনা শেষ, তুমি প্রিয় আছো কোথায়  কোথায় তুমি বেশ।  একটা দুইটা জোছনা দেইখ্যা  জোছনা দেখা শেষ, অমাবস্যায় ঘিরানিলো  আমায় অবশেষ।  আহা আমি, কেমন আমি যদি জানিতাম,  আমার মতো একটা তুমি  বানাইয়ালইতাম।  একটা দুইটা কথা শুইন্যা  কথা শোনা শেষ, বাকি কথা বুকে জমাট  মেটে নাই তো রেশ।  একটা দুইটা হা পা ফেইল্যা  পথ চলা শেষ, বাকি পথে তুই নাই সাথে  হইলি নিরুদ্দেশ।  আহা আমি, কেমন আমি যদি জানিতাম,  আমার মতো একটা তুমি  বানাইয়ালইতাম।  একটা দুইটা ছন্দ বুইন্যা  ছন্দ বোনা শেষ,  আ...

Takey Olpo Kachhe Dakchhi Lyrics (তাকে অল্প কাছে ডাকছি) Mahtim Shakib | Prem Tame

Takey Olpo Kachhe Dakchhi Lyrics from Prem Tame : Takey Olpo Kachhe Dakchhi Song Is Sung by Mahtim Shakib from Prem Tame Bengali Movie. Starring: Soumya Mukherjee, Susmita Chakraborty And Sweta Mishra. Music Composed by And Take Olpo Kache Dakchi Lyrics In Bengali Written by Shibabrata Biswas. Song Mixing And Mastering by Subhadeep Mitra at OpenReel Studios. Song : Takey Olpo Kachhe Dakchhi Movie : Prem Tame Singer : Mahtim Shakib Music and Lyrics : Shibabrata Biswas Track Produced & Designed by : Subhadeep Mitra Direction : Anindya Chattopadhyay DOP : Subhankar Bhar   Editor : Arghakamal Mitra  Label : SVF Takey Olpo Kachhe Dakchhi Song Lyrics In Bengali : তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার।  তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার।  অভিমান পিছু নাম তাকে পিছু ফেরাও , তার কানে না যায় পিছু ডাক আমার  মুখ বুজেই তাকে ডাকছি আবার।  তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ...